কোন কোন কারণে পুলিশ সার্জেন্ট মামলা দিতে পারবে

 নিচের যেকোনো কারণেই পুলিশ সার্জেন্ট মামলা দিতে পারে 

👇



1️⃣ ড্রাইভিং লাইসেন্স না থাকলে 🪪


2️⃣ গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স) মেয়াদোত্তীর্ণ হলে 📄


3️⃣ ট্রাফিক সিগন্যাল অমান্য করলে 🚦


4️⃣ অতিরিক্ত গতিতে চালালে 🏎️


5️⃣ উল্টোপথে গাড়ি চালালে ↩️


6️⃣ হেলমেট ছাড়া বাইক চালানো বা পেছনের যাত্রী না পরলে 🪖


7️⃣ মোবাইলে কথা বলতে বলতে ড্রাইভ করলে 📱


8️⃣ অবৈধ পার্কিং করলে 🅿️


9️⃣ উচ্চ শব্দে হর্ন বা ডিজে বাজালে 🔊


🔟 ফিটনেসবিহীন বা ধোঁয়া ছাড়ে এমন গাড়ি চালালে 🌫️


1️⃣1️⃣ বাসে ছাদে যাত্রী বা অতিরিক্ত যাত্রী বহন করলে 🚌


1️⃣2️⃣ গাড়ির হেডলাইট/ব্যাকলাইট কাজ না করলে 💡


1️⃣3️⃣ পুলিশের সঙ্গে অসহযোগিতা করলে 🚔


🚦এবার দেখুন ট্রাফিক আইনে বিভিন্ন মামলার জরিমানা (বাংলাদেশের আইনে)🇧🇩


(আপডেটেড: ২০২৪ অনুযায়ী)


1️⃣ ড্রাইভিং লাইসেন্স না থাকলে – ৳৫,০০০


2️⃣ হেলমেট ছাড়া বাইক চালালে/আরোহী হলে – ৳২,০০০


3️⃣ সিগন্যাল অমান্য করলে – ৳১০,০০০


4️⃣ উল্টো পথে গাড়ি চালালে – ৳৫,০০০


5️⃣ গাড়ির বৈধ কাগজপত্র না থাকলে (ফিটনেস/রেজি./ট্যাক্স টোকেন) – প্রতিটিতে ৳৫,০০০


6️⃣ ওভারটেকিং/ঝুঁকিপূর্ণ চালনা – ৳৩,০০০


7️⃣ নিষিদ্ধ স্থানে পার্কিং করলে – ৳৫০০ থেকে ৳২,০০০


8️⃣ বাজে শব্দে হর্ণ বাজালে (হাইড্রোলিক/মডিফাইড) – ৳২,০০০


9️⃣ মোবাইল ফোনে কথা বলে গাড়ি চালালে – ৳৩,০০০


🔟 গতি সীমা অতিক্রম করলে (Over Speed) – ৳৪,০০০


1️⃣1️⃣ ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারলে (সাথে না থাকলে) – ৳১,০০০


1️⃣2️⃣ গাড়িতে অতিরিক্ত যাত্রী/পণ্য বহন করলে – ৳২,০০০


1️⃣3️⃣ নিশ্চিন্তে রাস্তা পার হওয়ার নিয়ম না মানলে (Jaywalking) – ৳৫০০


1️⃣4️⃣ বিআরটিএ অনুমোদনবিহীন যানবাহন চালালে – ৳৫,০০০


⚠️ বি.দ্র.: কিছু ক্ষেত্রে জরিমানার পাশাপাশি মামলা হতে পারে এবং গাড়ি জব্দও হতে পারে। 


✅ নিয়ম মানুন, নিরাপদে থাকুন। সড়ক হোক নিরাপদ।


📢 এই তথ্যটি শেয়ার করুন, সচেতনতা ছড়িয়ে দিন!

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সুনামগঞ্জের ছাতকে অ'জ্ঞা'ত'নামা অ'র্ধগ'লি'ত ম'র'দে'হ উ'দ্ধা'র

দেবর আর বৌদির পরকীয়ার কাহিনী